Redmi note 11 Pro 5G সেরা মোবাইল ফোন বাংলা Review 2022

হ্যালো বন্ধুরা , আপনারা সবাই কেমন আছেন ? আজকে আপনাদের কাছে Redmi note 11 Pro 5G রিভিউ নিয়ে এলাম । চলুন দেখা যাক Redmi note 11 Pro মোবাইলটি কেমন হবে আপনার জন্য? Redmi note 11 Pro সিরিজ বাংলাদেশের বাজার খুব জনপ্রিয় একটি মোবাইল ফোন।.

যারা Redmi note 11 Pro স্মার্টফোনটি কিনবেন। তারা অবশ্যই আমাদের এই রিভিউ সবটা পরে নিবেন। Redmi note 11 Pro স্মার্টফোনটি বর্তমান প্রাইস 27 হাজার টাকার আশেপাশে।

Redmi note 11 Pro মোবাইল এর দাম কমার একটা পসিবিলিটি আছে?

হ্যা। খুব শীঘ্রই বাংলাদেশে যখন নতুন স্মার্টফোনগুলো চলে আসবে। তখন এই Redmi note 11 Pro মোবাইলটির দাম দিরে দিরে কমে আসতে পারে। এই স্মার্টফোনটি iPhone 12 সিরিজ এবং iPhone 13 সিরিজের মতো দেখতে এবং কিছুটা মিল পাওয়া যায়।

স্মার্টফোনটি দেখতে যতটা প্রিমিয়াম মনে হয় হাতে নিলে ততটা প্রিমিয়াম ধারণা পাবেন না। একটা প্লাস্টিক প্লাস্টিক ভাব আছে বিশেষ করে এর Body Frame এর কারনে। এর Body Frame প্লাস্টিক দিয়ে তৈরি। যেটা খুব একটা কোয়ালিটি ফুল না আমার কাছে মনে হয়।

ফেসবুক টিপস ও ট্রিকস

স্মার্টফোনটা কোন কিছুতে আঘাত লাগলে এর বডিতে টেপ খেয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে। এই মোবাইল ফোন যারা ব্যবহার করবেন , অবশ্যই একটা কেস অথবা কভার ব্যবহার করবেন। এর পিছনের দিকে ফাস্টেড গ্লাস রয়েছে। তবে তার উপর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে । রিয়ার প্যানেলের গ্লাসে কোন ধরনের প্রটেকশন নেই। রাইট সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অর্থাৎ হোম বাটন এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাথে কাজ করবে এবং এটা যথেষ্ট ফাস্ট কাজ করে।

\"Redmi

Redmi note 11 Pro এর Sound Quality কেমন ?

Redmi note 11 Pro এর Sound Quality খুবই ভালো। এখানে জেবিএল টিন ডুয়েল স্পিকার রয়েছে। উপর একটা নিচে একটা এবং এর সাউন্ড কোয়ালিটি সত্যিই বেশ ভালো।

Loudness ব্যাবহারে অনেক ভালো এবং Full Sound এ কোন ধরনের ডিস্টার্ব থাকে না কিংবা নাই বললেই চলে । আশা করি এই মোবাইল ফোন এর Sound Quality নিয়ে আপনাদের কোন সমস্যা হবে না।

Display Quality – Redmi note 11 Pro

Redmi note 11 Pro ফোনটিতে স্যামসাংয়ের সুপার এমোলেড ডিসপ্লে রয়েছে। যা যথেষ্ট কালারফুল। 27,000 টাকা বাজেটের মধ্যে ডিসপ্লেটি বেশ ভালই হবে। এই ফোনটিতে এবং এর ডিসপ্লে টপ সেন্টার পজিশনে সিঙ্গেল পাঞ্চ হোল সাপোর্ট রয়েছে। এইচডিআর 10 সাপোর্ট এর পিপিআই ডেনসিটি হলো 395 এবং 120Hz রিফ্রেশ রেট এবং 700 থেকে 1200 নিটিস ব্রাইটনেস রয়েছে।

Network Quality

Redmi note 11 Pro ফোনটিতে 2G ,3G , 4G এবং 5G নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা রয়েছে। এটিতে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন খুব সহজেই। নেটওয়ার্ক কোয়ালিটি বেশ ভালই তাতে কোন সন্দেহ নেই। আপনারা যারা প্রতিদিন ইউটিউবিং, ফেসবুক ব্রাউজিং সহ নানা ধরনের কাজে ইন্টারনেট ব্যবহার করেন। তাদের জন্য এই ফোনটি বেশ ভালো। চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এবং ওয়াইফাই এনএফসি সাপোর্ট। ইউএসবি ইনফারেট পোর্ট এফএম রেডিও ব্লুটুথ ওয়ালএন তো থাকছেই।

\"Performance

Performance OF Redmi note 11 Pro

Performance দিক থেকে ফোনটিতে OS Android 11 এর সাপোর্ট রয়েছে। কাস্টম ইউআই, এমআইইউআই 12.5 এবং এর চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইম্যানসিটি 920 ফাইভ-জি 6 nm আর্কিটেকচার এর নির্মিত পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে। একটি সিপিইউ হিসেবে অক্টাকোর (2×2.5GHz cortex-A78 6×2.0 )

( GHz cortex-A55 ) রয়েছে জিপিইউ হিসেবে Mali-G68 MC4-64 bit রয়েছে। গেমিং এর ক্ষেত্রে মোটামুটি বেশ ভালই পারফরম্যান্স পাবেন।

কাইনমাস্টার ভিডিও এডিটিং

Redmi note 11 Pro RAM

Redmi note 11 Pro ফোনটিতে 8 জিবি RAM এবং 256 জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে। এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। এটি বাজারে দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। একটি হলেও 6gb RAM 128gb ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি হলো 8gb RAM এবং 256 জিবি স্টোরেজ।

Camera Quality of Redmi note 11 Pro

Redmi note 11 Pro ফোনটিতে ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। রেজুলেশন 12000×9000 পিক্সেল। এই ফোনটিতে 4k রেজুলেশনের ভিডিও শুট করতে পারবে। সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেল ক্যামেরা ভিডিও রেকর্ডিং 1080p করতে পারবেন। ফিচার এইচডিআর প্যানোরামা এর রেজুলেশন 4616×3464 পিক্সেল রয়েছে।

Redmi note 11 Pro ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5116 mAh এর non-removable লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনে 100% চার্জ হতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। চার্জার হিসেবে sixty-seven ওয়াট ফাস্ট চার্জার দেয়া হয়েছে।

Color Combination of Redmi note 11 Pro

Redmi note 11 Pro বাজারে তিনটি কালারে পাওয়া যাচ্ছে (Black, Green and Blue ) এই তিনটি কালার পাবেন। সবকিছুর দিক থেকে 27 হাজার টাকা বাজেটের বেশ ভালো পারফর্মেন্স পাবেন এই মোবাইল ফোনে। Redmi note 11 Pro লুক অসাধারণ, আপনার যদি 27000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনতে চান, তাহলে অবশ্যই Redmi note 11 Pro কিনতে পারেন।

আশাকরি আমাদের এই Redmi note 11 Pro Review পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।
সবাই পাশে থাকবেন এবং নিত্য প্রতিদিন টেক বাংলাকে সাপোর্ট করবেন

টেক বাংলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাইকে।

TachBangla.com

Leave a Comment